ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আশাশুনির বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে ট্রাফিক পুলিশ ১৮ টি রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক করেছেন। শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চেক পোষ্ট বসানো হয়।  
আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর হোসেন জাহান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী রেজিস্ট্রেশন বিহীন যানবাহন আটক অভিযান চলছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুধহাটা বাজার, আশাশুনি থানা সড়ক, মানিকখালী বাইপাস সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কে সাতক্ষীরা থেকে আসা ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক ১৮টি মটর সাইকেলের বিরুদ্ধে মোটর যান আইনে মামলা দায়ের করে কেস স্লিপ প্রদান করেছেন ট্রাফিক পুলিশ। আটককৃত মটর সাইকেল আশাশুনি থানা হেফাজতে রয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024