|
Date: 2023-11-16 10:17:23 |
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন অবঃ মুহাঃ ইব্রাহিম বলেন জন আকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা, জনগনের সাথে তামাশার শামিল।
আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর)দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় কেন্দ্র ঘোষিত দলীয় সরকারের অধীনে একতরফাভাবে তফসিল ঘোষণার প্রতিবাদে দক্ষিণ তেমুহনী থেকেও বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সভাপতি আরো বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নিবে না।
জেলা সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন বলেন, গতকালকের নির্বাচনী তফসিলে দেশের জনগনের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগন সফল হতে দিবে না।
এতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ হ ম নোমান সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুজ জাহের আরেফী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ লোকমান হোসাইন , জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডাঃ নাছির আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওঃ ইসমাঈল সিরাজী ও ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাঃ হাবিবুর রহমান প্রমুখ।
© Deshchitro 2024