শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্ট ২০২৩-২৪ এর কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। ৪৩ সদস্য বিশিষ্ট এই কমিটি চারটি উইং এ বিভক্ত।

সোমবার (১৩ নভেম্বর) হাল্টের শাবিপ্রবি ক্যাম্পাস ডিরেক্টর আরমান রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আরমান রশিদের সাথে মুঠোফোন বার্তায় শুভেচ্ছা বিনিময় করেন 'দৈনিক দেশচিত্র 'শাবিপ্রবি শাখার প্রতিনিধি ও পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ মাহবুবুর রহমান। 

কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর পদে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান রশিদকে মনোনীত করা হয়েছে। এছাড়া চারটি উইংয়ের দায়িত্বে; কর্পোরেট অ্যাফেয়ার উইং হেড পদে সৈয়দ কিংকেল উদ্দিন, আইটি ম্যানেজমেন্ট এবং ক্রিয়েটিভ ডিজাইনিং উইং হেড পদে মিনহাজ চৌধুরী, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ব্র‍্যান্ডিং প্রমোশন উইং হেড পদে হাবিবুর রহমান এবং অর্গানাইজেশনাল অ্যাফেয়ারস উইং হেড পদে শাহরিয়ার কবিরকে মনোনীত করা হয়েছে।

২০১০ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা হাল্ট প্রাইজ প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য আহ্বান জানানো হয়। প্রতি বছর পৃথিবীর প্রায় ১২০ টির বেশি দেশ থেকে প্রায় এক লাখ প্রতিযোগী স্টার্ট আপ আইডিয়া নিয়ে অন ক্যাম্পাস প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সেখান থেকে দল বাছাই করে আঞ্চলিক পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে পাঠানো  হয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাবেক মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন বিজয়ী দলের নাম ঘোষনা করেন। বিজয়ী দলকে ১০ লক্ষ মার্কিন ডলার পুরষ্কৃত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024