জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবীদ, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ সায়েকুল হক সায়েক এর একমাত্র কন্যা সন্তান যুক্তরাজ্য প্রবাসী আফরিতা হকের উদ্যোগে ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) জগন্নাথপুর উপজেলার  ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ ইকবাল হোসেন। 


সমাজসেবক রমজান আলী ছানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: তানভীরুল হক। 


বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা -দিপালী সূত্রধর, সহকারি শিক্ষিকা সায়রা বেগম, রিংকি, মোঃ সফিকুল হক, মোঃ ফটিক মিয়া, রুমেন মিয়া, সেলিম মিয়া, মাহিদুল হক সোহাগ, মুহিবুল হক, ইকরামুল হক ইনান, আব্দুর রহিম, এমদাদুল হক মাহবুব, শাকিবুল হক ও আশরাফুল হক আরো অনেকে। 


বক্তারা আফরিতা হকের ভূয়সী প্রশংসা করেন এবং গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের কে সাহায্য এগিয়ে আসার আহবান জানান। পরে ছাত্র/ ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024