কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনের মৃত্যুর পর পরিবারটির স্বজনদপর কাছে সরকারি অনুদানের ১ লক্ষ টাকা দেয়া হয়েছে ।


শুক্রবার বিকেলে নিহত পরিবারটির স্বজনদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয় বলে জানান হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।



তিনি জানান,জেলা প্রশাসকের নির্দেশে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অনুদানের টাকা প্রদান করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শুক্রবার ভোররাতে ভারী বর্ষণের কারণে হ্নীলার মরিচ্যাঘোনা এলাকায় মো. ফকিরের বসবাসরত মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে মা-মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চার জনের মৃত্যু হয়।


এঘটনায় নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকার আনোয়ারা বেগম, তার ছেলে শাহিদুল মোস্তফা, মেয়ে নিলুফা ইয়াছমিন ও সাদিয়া। শুক্রবার বিকেলে নিহতদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024