বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রামের আয়োজনে সদ্যপ্রয়াত দেশবরেণ্য লোকশিল্পী, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম এঁর স্মরণে আজ ১৭ নভেম্বর বিকেল ৩টায় একাডেমির সম্মেলন কক্ষে "স্মরণাঞ্জলি" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান শিল্পীর  প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাম্প্রতিক কুড়িগ্রামের  সভাপতি কে এম শাহানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সলিডারিটি কুড়িগ্রামের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল। 

বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির সভাপতি মোঃ এন্তাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মা, মানবেন্দ্র রায়, অতুল কৃষ্ণ রায়, প্রমূখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ভাওয়াইয়া আসরে সংগীত পরিবেশন করেন ভূপতি ভূষণ বর্মা, প্রিয়াঙ্কা বর্মা, জগৎপতি বর্মা, মোঃ শাহ আলম খন্দকার, জিতেন্দ্রনাথ রায়, শংকর কুমার বর্মন, শ্রাবণী বর্মন ও সাথী রানী সরকার। বাদ্যযন্ত্র সহযোগিতায় ছিলেন অধীর চন্দ্র বর্মা, সিদ্ধার্থ শঙ্কর রায়, তুল্য বর্মা, শংকর কুমার বর্মন ও জিতেন্দ্রনাথ রায়।#
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024