|
Date: 2023-11-17 14:25:26 |
বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রামের আয়োজনে সদ্যপ্রয়াত দেশবরেণ্য লোকশিল্পী, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম এঁর স্মরণে আজ ১৭ নভেম্বর বিকেল ৩টায় একাডেমির সম্মেলন কক্ষে "স্মরণাঞ্জলি" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান শিল্পীর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি কে এম শাহানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সলিডারিটি কুড়িগ্রামের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল।
© Deshchitro 2024