|
Date: 2023-11-18 10:57:19 |
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৬৫.৫ কেজি গাঁজাসহ আবু হোসেন(৪২)নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার(১৭নভেম্বর) সন্ধায় বগুড়া-ঢাকা মহাসড়কের ঘুড়কা বেলতলা "মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশনের" সামনে এ অভিযান চালানো হয়।
আটককৃত আবু হোসেন নওগা জেলার পত্নীতলা থানার পূর্ব পাটিচড়া গ্রামের মো:আফাজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহাম্মাদ ইলিয়াস খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫.৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি ট্রাক,২টি মোবাইল ফোন,৪টি সিমকার্ড এবং নগদ ২৩,৬০০টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামী দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় গাঁজা সরবরাহ করে আসছিলো। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024