|
Date: 2023-11-18 13:52:41 |
পদত্যাগ করলেন দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে ঝুমা তালুকদার সাংবাদিকদের জানান, তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
তবে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জান্নাতুল ফেরদৌস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন। এজন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।
ঝুমা তালকদার সাংবাদিকদের জানান, চলতি মাসের ৬ তারিখ তিনি নেত্রকোনা জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। আজ বুধবার তিনি পদত্যাগপত্র গৃহীত হওয়ার চিঠি হাতে পেয়েছেন। মন্ত্রণালয় থেকে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধিমোতাবেক নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যানকে (প্যানেল-১) অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। চিঠি পেলে বিস্তারিত জানাতে পারব।
© Deshchitro 2024