আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেনের বগি থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত শনিবার রাত সোয়া ১১ টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয় এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে অবস্থান করলে এ গাঁজা উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র সরকার জানান, গত শনিবার রাত সোয়া ১১ টায় ওই ট্রেনেটি সান্তাহার স্টেশনে অবস্থান করার পর যাত্রীরা নেমে যান। এরপর ট্রেনের গ বগির ১০ নম্বর সিটের উপড় বাঙ্কারে লুকানো ৪টি পলিথিন ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে গাঁজার মালিককে পাওয়া যায়নি। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024