|
Date: 2023-11-19 17:00:36 |
মুন্সি শাহাব উদ্দিন-(চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- আজ ১৯ নভেম্বর রবিবার বিকেল ৫ টার সময় চট্টগ্রাম শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিসাধীন অবস্থায় লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের নাছির উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সুখছড়ি গ্রামের জুনু মেস্ত্রির ছেলে এবং পেশায় একজন কাঠ মেস্ত্রি।
সুখছড়ি গ্রামের মরহুম ইউছুপ আলী সওদাগেরর কনিষ্ট পুত্র মোহাং জাহেদুল ইসলাম এই প্রতিবেদককে জানান, চলতি মাসের ১০ তারিখে সন্ধ্যার সময় আত্বীয়ের বাড়ীতে হতে খাওয়া দাওয়া শেষে স্ত্রী সহ ফেরার পথে অন্য একটি মোটর বাইকের সাথে মুথোমোখি সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে নাছির উদ্দিন মাথায় আঘাত প্রাপ্ত হন । স্থানীয় লোকজন তাকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসকারী হাসপাতালে তাকে ভর্তি করা। একাধারে ৯ দিন আই সি ও তে থাকাবস্তায় আজ বিকেলে নাছির উদ্দিন শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বৎসর। বিবাহিত জীবণে সে এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।
© Deshchitro 2024