|
Date: 2022-10-09 05:17:25 |
নোয়াখালীর সেনবাগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ১ জনকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারার চেষ্টা
নোয়াখালীর সেনবাগে জহিরুল ইসলাম নামে বিএনপির এক নেতাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। সংজ্ঞাহীন অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করান।
শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিলোনিয়া রাস্তার মাথা সংলগ্ন সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
আহত জহিরুল ইসলাম পশ্চিম ইয়ারপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তিনি কাবিলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের সাবেক সদস্য। তথ্য সূত্রে জানা যায়, পারিবারিক ঝামেলার কারণে ঘটনার সূত্রপাত।
© Deshchitro 2024