জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার (১৯ নভেম্বর) বিকালে 

জয়পুরহাট সদর থানাধীন পাইকরদাড়িয়া এলাকা থেকে শ্রী শ্যামল চন্দ্র মহন্ত (৫২), মোঃ ইমরান হোসেন (৩০) ও মোঃ নাঈম হোসেন (২৩) কে ৪২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাবের একটি চৌকস অভিযানিক দল। 

অপরদিকে আরও একটি পৃথক অভিযানে একই এলাকা থেকে ৬১ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার টাকা উদ্ধারসহ মোঃ খায়রুল ইসলাম (৫০) ও মোঃ ওয়াসিম আকরাম (৩০) কে গ্রেফতার করেছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক সোমবার (২০ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট থানা ও নওগাঁ জেলার পত্নীতলা থানায়  মামলা রুজু করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024