প্রতিবারের ন্যায় এবারো ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জে (IYMC-2023) শাবিপ্রবির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্য বয়ে নিয়ে এসেছে।


শাবিপ্রবি থেকে এবারে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ০৮ জন ফাইনালে উত্তীর্ণ হয় এবং সবাই বিভিন্ন সম্মানপ্রাপ্ত হয়। এবারে শাবিপ্রবির শিক্ষার্থীরা সর্বমোট ২ টি গোল্ড অনার, ৩ টি সিলভার অনার এবং ৩ টি ব্রোঞ্জ অনার অর্জন করেছে। যাদের সবাই গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান সাগর স্যারের সুপারভাইজেশনে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।


উল্লেখ্য যে গতবছর (IYMC-2022) তে শাবিপ্রবি থেকে সর্বমোট ০২ টি সিলভার অনার এবং ০৭ টি ব্রোঞ্জ অনার এসেছিলো।


যারা সম্মানপ্রাপ্ত হলো:


গোল্ড অনার


১. ইসরাত জাহান রাইসা


***শিক্ষার্থী, ২য় বর্ষ ২য় সেমিস্টার, ২০২০-২১ সেশন, গণিত বিভাগ, শাবিপ্রবি


২. মোঃ নাজমুল ইসলাম


***শিক্ষার্থী, ১ম বর্ষ ২য় সেমিস্টার, ২০২১-২২ সেশন, গণিত বিভাগ, শাবিপ্রবি


সিলভার অনার


৩. সজিব দাস


***শিক্ষার্থী, ১ম বর্ষ ১ম সেমিস্টার, ২০২২-২৩ সেশন,


গণিত বিভাগ, শাবিপ্রবি


৪. ইকতিদার মাহমুদ মাহিব


***শিক্ষার্থী, ১ম বর্ষ ১ম সেমিস্টার, ২০২২-২৩ সেশন,


গণিত বিভাগ, শাবিপ্রবি


৫. আলভি মোল্লা


***শিক্ষার্থী, ১ম বর্ষ ২য় সেমিস্টার, ২০২১-২২ সেশন,


গণিত বিভাগ, শাবিপ্রবি


ব্রোঞ্জ অনার


৬. খন্দকার সানজিদা জান্নাত


***শিক্ষার্থী, ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার, ২০১৮-১৯ সেশন,


গণিত বিভাগ, শাবিপ্রবি


৭. যুবরাজ নাবিল রহমান


***শিক্ষার্থী, ১ম বর্ষ ২য় সেমিস্টার, ২০২১-২২ সেশন,


গণিত বিভাগ, শাবিপ্রবি


৮. তন্ময় ভৌমিক


পদার্থবির্থ জ্ঞান বিভাগ, শাবিপ্রবি


***শিক্ষার্থী, ১ম বর্ষ -র্ষ২য় সেমিস্টার, ২০২১-২২ সেশন



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024