|
Date: 2023-11-21 10:18:43 |
নিজে লয়্যাল থেকে ঠকে গেলেও শান্তি। দিনশেষে নিজের কাছে নিজের কোন দ্বিধা থাকে না। বুক ফুলিয়ে বলা যায় আমি তো সৎ ছিলাম। হ্যাঁ মানুষটা আমাকে ঠকিয়েছে কিন্তু আমি তো প্রতারক নই।
বিশুদ্ধ অনুভূতি নিয়ে কাউকে ভালোবাসার পরও যদি সেই মানুষটা ঠকায় তাহলে শত কষ্ট হলেও তার প্রতি কোন আক্ষেপ রাখা উচিৎ না। মায়া, আকাঙ্ক্ষা, অভিযোগ সবকিছু থেকেই তাকে চিরতরে মুক্ত করে দিতে হয়।
নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ দ্বিতীয় কিছুতে নেই। তাই তাকে সবকিছু থেকে মুক্ত করে দিয়ে জীবনের সবচেয়ে অনাগ্রহের লিস্টে রেখে দিতে হয়। কারও জন্য তীব্র অনুভূতি শূন্যে নিয়ে আসাটাও একটা প্রতিশোধ। যে মানুষটা একসময় আগ্রহের চূড়ায় ছিলো আজ সেই মানুষটা একেবারেই আগ্রহহীন; অধিকার শূন্য। সে মুক্ত কারও তীব্র ভালোবাসা থেকে, কারও অধিকারের জায়গা থেকে, মুক্ত তাকে সবচেয়ে প্রবলভাবে চাওয়া কারও জীবন থেকে। এই মুক্তি তাকে আজীবন পরাধীন করে রাখবে নিজের বন্দী কারাগারে।
আর আপনি? জীবন আপনাকে উপহার দিবে নতুন কোন মুহূর্ত। আপনার সূচনাটা সুন্দর না হলেও উপসংহারটা অবশ্যই সুন্দর হবে। আর দিনশেষে আপনার একটা মানসিক প্রশান্তি সবসময়ই থাকবে। যে জীবনে যারাই আমাকে ঠকিয়েছে আমি নিজের কাছে সবসময়ই সৎ ছিলাম। এতটুকুই আপনার প্রাপ্তি। আপনার প্রাপ্তির খাতাটাও কোন অংশে কম নয়। যারা আপনাকে ঠকিয়েছে তাদের চেয়ে অনেক অনেক বেশি।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024