শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ‍্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।


এতে ১ নং পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল। ফিরোজ- লিটন স্পোর্টস ফাউন্ডেশনের সহযোগীতায় পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ এই খেলার আয়োজন করে।


অনুষ্ঠানে অন‍্যানে‍র মাঝে উপস্থিত ছিলেন, কাঁকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার, কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সমাজসেবক শওকত সাঈদ, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন রিপন, পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন, প্যানেল চেয়ারম্যান হযরত আলী, ইউপি সদস্য আনছারুল ইসলাম, আমিনুল ইসলাম দুলাল ও নবী হোসেন প্রমুখ। ওই ফুটবল টুর্নামেন্ট পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃনমুল পর্যায় থেকে সেরা একাদশ একটি দল বাছাইয়ের লক্ষে খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস‍্য খালেদ মাহমুদ সুজন।


খেলার প্রধান অতিথি মোকসেদুর রহমান লেবু তার বক্তব্যে বলেন, এলাকার তরুন সমাজকে নানা ধরনের অপকর্ম ও মাদকের নেশা থেকে দুরে রাখতে খেলাধুলার উদ্যোগ নেয়া হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। এজন্য তিনি ফিরোজ- লিটন স্পোর্টস ফাউন্ডেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এ ফাইনাল খেলায় অংশ নিয়ে বাতকুচি একাদশ আন্ধারুপাড়া একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলাটি প্রায় দুই সহস্রাধিক ক্রিড়ামোদীরা উপভোগ করেন। পরে বিজয়ী, রানার্স আপ দল ও অতিথিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024