|
Date: 2022-10-09 09:58:05 |
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের অধিনে হবিরবাড়ী মৌজার বনবিজ্ঞপ্তিত ১৬৮ নম্বর দাগে জনৈক শাহাবুদ্দিন ফকির জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে ছিল, খবর পেয়ে স্থানীয় বনবিভাগ ভেঙে গুড়িয়ে দিয়েছে। রবিবার (০৯-অক্টোবর) সকালে ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিন আহম্মদের নেতৃত্বে হবিরবাড়ী বিটের সকল ষ্টাফদের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভালুকা রেঞ্জ অফিসার রইছ উদ্দিন আহম্মদ বলেন জনৈক শাহাবুদ্দিন ফকির ১৬৮ নম্বর দাগে জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছিলো আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । হবিরবাড়ী মৌজার ১৬৮ নম্বর দাগে মোট জমি ১০ একর ৪২ শতাংশ যার পুরোটাই গেজেটভূক্ত বনভূমি ।
© Deshchitro 2024