|
Date: 2023-11-22 07:27:10 |
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য নিয়ে আগামী ২৫-৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ অ্যডভোকেসি সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী সাইয়েমা হাসান'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম। পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর সুলতান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুজন সূত্রধর, মানবজমিন প্রতিনিধি সোহাগ হোসেন ও দৈনিক সংবাদ প্রতিনিধি আঃ রহিম সজল।
এছাড়াও বক্তব্য রাখেন- দেউলী সুবিদখালি ইউনিয়নের এফডব্লিউএ আইরিন আক্তার, কাকড়াবুনিয়া ইউনিয়নের এফপিআই মেহেদী হাসান প্রমূখ। সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগে মাঠ পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে। কারণ গ্রামের গৃহবধূরা স্বাস্থ্য কর্মীদের কথা বেশ মনোযোগ দিয়ে শোনে ও তা মানে। যে কারণে নিরাপদ মাতৃত্ব নিয়ে স্বাস্থ্য কর্মীদের ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে। তাঁরা আরো বলেন নিরাপদ মাতৃত্ব সফল করতে হলে অবশ্যই বাল্যবিয়ে বন্ধ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও সাইয়েমা হাসান বলেন, কোনো বাবা-মা যেন তার মেয়েকে বোঝা মনে না করেন। বোঝা মনে করে মেয়েকে যেন বাল্যবিয়ে না দিয়ে দেয়। তিনি বলেন, পরিকল্পিত পরিবারের বিষয়ে সকলকে বোঝাতে হবে। বাল্যবিয়ে বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
© Deshchitro 2024