আদালতের রায়কে অমান্য করে সম্পত্তি জবরদখল করার অভিযোগ করেছেন মোঃ জাফর উল্যা নামক সিভিল এভিয়েশন (অব) কর্মকর্তা।


নোয়াখালীর চাটখিলে আদালতের রায় পাওয়া সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাফর উল্যাহ নামক এক অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী।তিনি ২২ নভেম্বর বুধবার তার নিজ বাড়ি উপজেলার নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল গ্রামের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ৩০ বছর মামলার পরিচালনা করার পর জাফর উল্যাহ ২০২১ সালে খিতিস চন্দ্র মালাদারদের থেকে ৩ একর ৪৬ শতাংস সম্পত্তি আদালতের মাধ্যমে ফিরে পান। তিনি আদালতের মাধ্যমে বুঝে পাওয়া সম্পত্তি নিজ দখলে নিয়ে চাষাবাদের কাজও করেন। কিন্তু সম্প্রতি তার নিজ এলাকার দেলোয়ার হোসেন ও তার স্বজনরা জোর পূর্বক ১৫ শতাংশ জমিন দখল করে নেয়। এতে মৌসুমি শাকসবজি চাষাবাদ শুরু করে।


জাফর উল্যাহ তার জমিন দখল মুক্ত করতে এবং দখল কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।



এই সময় তার কন্যা জাফরিন খান জিনিয়া সহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024