|
Date: 2022-10-09 10:14:34 |
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার মোহাম্মদ আলী" চিকিৎসার্থে সাহায্যের আবেদন আমজনতার কাছে।
সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার, আলমখালী গ্রামের রফিক মিয়ার পুত্র মোহাম্মদ আলী (১৩) সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা খরচের অভাবে চিরপঙ্গু হয়ে যাচ্ছে। আর্থিক অবস্থা নিঃস্ব এবং মোহাম্মদ আলীর পিতা একজন দিন মজুর।নেই জমানো অর্থ-সম্পদ।তার পক্ষে ছেলের চিকিৎসা করানো অসম্ভব প্রায়।
মোহাম্মদ আলীর এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় উভয় পা ভেঙ্গে চুরমার হয়ে গেছে।ডাক্তারগণ মোহাম্মদ আলীর
পায়ের জরুরিভাবে অপারেশন করার পরামর্শ দেন। চিকিৎসা বিলম্ব হলে বা অবহেলার কারণে হয়তো শরীরের যেকোনো অঙ্গ কেটে ফেলতে হবে। এত টাকা যোগাড় করার মতো সামর্থ বা দানশীল আত্মীয়-স্বজন তার কেউ নেই।
মোহাম্মদ আলীকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সমাজের দানশীল ব্যক্তি, মানবিক ব্যক্তি,কল্যাণ সংস্থা ও দেশ-বিদেশে অবস্থানরত মানবিক ব্যক্তিবর্গের সাহায্য ছাড়া তাহার আর কোনো পথ নেই।
মোহাম্মদ আলীর চিকিৎসার জন্য জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চিরপঙ্গুত্বের হাত থেকে বেঁচে থাকার আকুল আবেদন জানাচ্ছি।
যোগাযোগের জন্য - ০১৭৭৬৩৫৬৫২১ ( বিকাশ পার্সোনাল)
© Deshchitro 2024