|
Date: 2023-11-23 07:03:19 |
নেত্রকোনা জেলার দুর্গাপুরে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জমি দখল মারপিট অত্যাচারসহ নানাবিদ অভিযোগ এনে ১৫ নভেম্বর রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন একই মহল্লার ভূক্তভোগী পরিবার।
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পৌরশহরস্থ ৫নং ওয়ার্ড দক্ষিনপাড়া মহল্লার মৃত আবদুল জলিল খান এর তিনপুত্র,পুত্রবধুগন ও কন্যাদ্বয় রোববার দুর্গাপুর প্রেসক্লাব সভাকক্ষে হাজির হয়ে লিখিত বিবরণে বলেন একই মহল্লার মৃত আমিনুল হক এর পুত্র মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক দক্ষিনপাড়া এলাকায় সংবাদসম্মেলনকারীদের নিজ দখলীয় ৩৫ শতাংশ ভুমির উপর পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাদের সরলতার সুযোগ নিয়ে প্রতিবেশি মুক্তিযোদ্ধা সিরাজুল হক গং ভারাটে গুন্ডাবাহিনী দিয়ে প্রায় সময়ই ঐ জমি থেকে তাঁদেরকে উচ্ছেদ ও প্রান নাশের হুমকি প্রদান করায় স্ত্রী সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনাতায় ভুগছেন ঐ পরিবার। বিধি বা আইনের কোনরকম তোয়াক্কা না করে আমাদের উচ্ছেদ করার লক্ষ্যে আমার বাড়ির টিনের সীমানা ও বসত ঘরের পাকা ভিটি ভেঙ্গে বাড়িতে অবস্থানরত মহিলাদের মারপিট ও স্লীলতাহানীর চেস্টাচালায়। পরবর্তিতে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুর থানা ও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত দুর্গাপুর চৌকি বরাবরে সিরাজুল হক গংদের অপরাধের বিচারের দাবীতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন প্রকার দাঙ্গা হাঙ্গামায় জড়িত না হওয়ার জন্য সিরাজুল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ জানান। এর পরে আরো ক্ষিপ্ত হয়ে হাঙ্গামা চালানোর পায়তারায় লিপ্ত থাকায় আমরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। সাংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিকারে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বিবরণ পাঠ করেনে ভ’ক্তভোগী পরিবারের পক্ষে মোঃ সাইফুল ইসলাম খান স্বপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল লতিফ, মো. রফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. শাহাদত হোসেন, মো. সাদেক হোসেন, মোছাঃ নাসিমা খাতুন প্রমুখ।
© Deshchitro 2024