মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাইম-কে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধ করে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মিছিলটি জেলা কোর্ট প্রাঙ্গন প্রদক্ষিণ করে কলেজের মুল ফটকের সামনে এসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কলেজ ছাত্রী জাহেদা জান্নাত এর সভাপতিত্বে এবং নাজমিন আক্তার তাহিবার সঞ্চালনায় মানববন্ধন বক্তব্য রাখেন কলেজের জেমি বেগম, তাহমিনা ইসলাম, লাবনী সুলতানা, সুমাইয়া আক্তার, রিপা বেগম, নিসাত আক্তার, সামিয়া, মনীষা, জান্নাতসহ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অন্যান্য শিক্ষার্থীরা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন মৌভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তারা রেজাউল করিম নাইমের হত্যাকারী সকল ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024