যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সাবেক নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে  বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল দাস, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক এস জেড মাসুদ তাজ।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ^াস, সদস্য মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, আশরাফুল আলম, ডিআর আনিস, শেখ জাবেদ আলী, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, রণজিত মুল্লিক, হান্নান শেখ প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, দেখতে দেখতে ৯টি বছর অতিবাহিত হলেও সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমান হত্যাকা-ের বিচার হয়নি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের পরিকল্পনাকারী ও হত্যা মিশনে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024