খাদ্যে নিষিদ্ধ দ্রব্য শাল্টু, রঙের ব্যবহার প্রতিরোধ সহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ রোধে নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। এতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) সকালে উপজেলার ডাঙাপাড়া, আন্ধারুর মোড়, বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ সামছুল আলমের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খাদ্যদ্রবে নিষিদ্ধ শাল্টু, রং মিশ্রিত মরিচ গুড়া, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত খবরের কাগজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে আন্ধারুর মোড়ের আকাশ হোটেলের মালিক আকাশ চন্দ্র রায়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শনে ত্রুটি থাকায় উপজেলার বাসস্ট্যান্ড বাজারের মুদি দোকানি মঙ্গল মালাকারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সুমি-শান্তা বেকারি মালিক ও ভাই ভাই হোটেল মালিককে খাদ্য তৈরি ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন অনিয়মের জন্য প্রাথমিকভাবে সতর্ক করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়। এতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এছাড়া ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন।