|
Date: 2023-11-24 12:00:30 |
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করনে প্রত্যাশা ইলেকট্রনিক শপের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার(২৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় ইউনিয়নের বৈরাগীগঞ্জে ফিতা কেটে ইলেকট্রনিক শপটি প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা ইলেক্ট্রনিক্সের সত্বাধিকারীর মাতা ছফুরা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রত্যাশা ইলেকট্রনিক্সদের স্বত্বাধিকারী ও মিঠাপুকুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম রানা, পীরগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান পল্টন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম ও তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ইসলাম, মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ প্রমূখ।
শামীম রানা বলেন -প্রত্যাশা ইলেকট্রনিক্স শপে মিনিস্টার গ্রুপের টিভি,ফ্রিজ,ওয়াশিং মেশিন,রাইসকুকার,ব্যালেন্ডার,গ্যাসের চুলা,ওভেনসহ ইলেকট্রনিক পণ্যগুলো নগদ ও সহজ কিস্তিতে নিতে পারবেন অত্র এলাকার স্বল্পআয়ের মানুষ। গ্রামাঞ্চলের মানুষের হাতের নাগালে মানসম্মত ইলেকট্রনিকস পণ্য পৌঁছে দেয়াই প্রধান উদ্দেশ্য।
© Deshchitro 2024