|
Date: 2023-11-24 16:14:34 |
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর ডাঙ্গাপাড়া (বান্ধের পাড়) এলাকায় গোবরা নদীর পার্শ্ববর্তী খালের পানিতে হাত বাঁধা অবস্থায় আজিম উদ্দিন (৩০) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
উপজেলার ৩নং সদর ইউনিয়নের গবরা নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায় নিহত আজিম উদ্দিন আজিজনগর ডাঙ্গা পাড়া গ্ৰামের শাহজাহান আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজিম উদ্দিন গত ৫-৬ দিন আগে বাড়ী থেকে বের হয়ে যায় এবং এর পর থেকেই সে নিখোঁজ ছিলো।
শুক্রবার আজিজনগর ডাঙ্গাপাড়া গ্ৰামের গবরা নদীর পার্শ্ববর্তী বান্ধের পাড় এলাকায় এক ব্যক্তি জমিতে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানালে স্থানীয়রা তেঁতুলিয়া মডেল থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে এ স্থানে ফেলে দেয়া হয়েছে।তিনি আরো বলেন রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর রয়েছে।
© Deshchitro 2024