শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অটোমেশন নতুন সেবা চালু করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের একাডেমিক কাগজপত্র উত্তোলন ও অন্যান্য কাজে গতিশীলতা আনতে গতিশীলতা আসবে। শাবিপ্রবি ছাড়াও আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ সেবা চালু হয়েছে।



এর আগে গত সেপ্টম্বরে ইউজিসি পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর গত ১৯ নভেম্বর থেকে শাবিপ্রবিতে অটোমেশন সিস্টেম সার্ভিস পুরোপুরি চালু করা হয়।


শাবিপ্রবির কম্পিউটার ও তথ্য কেন্দ্র এবং আইসিটি সেলের পরিচালক জনাব অধ্যাপক মুহাম্মদ মাসুম বলেন, এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা ই-পেমেন্টের পাশাপাশি একাডেমিক কাগজপত্র উত্তোলনের ক্লিয়ারেন্স, প্রভিশনাল সার্টিফিকেট, গ্রেডশিট ইত্যাদি ডকুমেন্ট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।



তিনি বলেন, এ ছাড়াও শিক্ষক-কর্মকর্তারা পরিবহন, অডিটোরিয়াম, ভার্চুয়াল ক্লাসরুম, খেলার মাঠ ইত্যাদি বুকিং করতে এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।


এই https://eservice.sust.edu.bd লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।


ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, নাগরিকের সন্তুষ্টি অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি উচ্চশিক্ষা সেবার তালিকা, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানান।

এতে করে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে ও সব ক্ষেত্রে গতিশীলতা অর্জন হবে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024