গোমস্তাপুরে তিন মাস পর  সমসের আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিনের ছেলে।


শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসের উপস্থিত এ লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ আবুল হাশেম খন্দকারসহ স্থানীয়রা।


মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১৮ আগস্ট নিজ বাড়িতে মারা যান সমসের আলী। এ ঘটনায় তার স্ত্রী জেসমিন বেগমের দাবী তার স্বামীকে হত্যা করা হয়েছে। পরে আদালতে অভিযোগ করলে গত ২৬ আগস্ট গোমস্তাপুর থানা অভিযোগটি মামলা হিসেবে গন্য করে। পরে বাদীর আবেদনের প্রেক্ষিত আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024