বরগুনার তালতলীতে ১ কেজি গাঁজাসহ সাবিনা আক্তার (২১) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার নামিশেপাড়া এলাকা থেকে ঐ নারীকে আটক করা হয়। আটক নারী উপজেলার নামিশেপাড়া এলাকার ইব্রাহিম হাওলাদারের স্ত্রী।

পুলিশ জানান,উপজেলার নামিশেপাড়া এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালায় পুলিশের একটি। পরে ঘর তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান বলেন, গাঁজাসহ নারী কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঐ নারী বিভিন্ন সময়ে গাঁজা বিক্রি করে আসছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024