নড়াইল পৌর-সভার দক্ষিন নড়াইল গ্রামে পুলিশ লাইনের পাশে মিন্টু শেখ এর বসৎ ঘরে আগুন লেগে ঘরের আসবাসপত্রসহ লক্ষাদিক টাকা ও মূল্যবান কাগজপত্র পুড়ে সর্বশান্ত মিন্টু শেখ। মিন্টু শেখ ও স্থানীয়রা জানান,হঠাৎ করে সকালে দাও দাও করে আগুনের লেলিহানশিখা দেখতে পেয়ে আশে পাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে এবং

ফায়ার সার্ভিস এর কর্মীদের খবর দেয়,পরে ফায়ার সার্ভিস এর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। গত (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে মিন্টু শেখ এর বসৎ ঘরে আগুন লেগে ঘরের আসবাসপত্রসহ লক্ষাদিক টাকা ও মূল্যবান কাগজপত্র পুড়ে সর্বসান্ত,অসহায় মিন্টু শেখ।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মী'রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে,জেলা প্রশাসক,পুলিশ সুপার,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনা স্থল পরিদর্শন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024