মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত  হয়েছেন।


শনিবার (২৫ নভেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে  পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ মোঃ ফয়েজ আহম্মেদ। অক্টোবর/২৩ মাসে কলমাকান্দা থানার আইন-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা, ওয়ারেন্ট তামিল, সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার ইত্যাদি সার্বিক কার্যক্রম উন্নয়নের জন্য কলমাকান্দা থানা এবং ওসি আবুল কালাম পিপিএম কে জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত করা হয়েছে।


 জেলার মধ্যে বেশী ওয়ারেন্ট তামিল করায় শ্রেষ্ট এএসআই নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানা এএসআই মামুন ইবনুল হেলাল।


নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ পুরুস্কার প্রাপ্ত ওসি আবুল কালাম পিপিএম সহ সকল পুরুস্কার প্রাপ্তদের হাতে পুরুস্কার তুলে দেন।



এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত

 পুলিশ সুপার হারুন ওর রশিদ, সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার  (বিশেষ শাখা ) লুৎফুর রহমান সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ। 


ওসি আবুল কালাম পিপিএম বলেন, পুরুস্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়।  আইন-শৃঙ্খলা রক্ষাসহ জনসেবামূলক কাজে জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান। ইতোপূর্বে ও তিনি একাধিক বার জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024