|
Date: 2022-10-09 13:40:43 |
আকবর চৌধুরী / ক্যাম্পাস প্রতিনিধি
ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে সরকারি মাদ্রাসা ই- আলিয়ার আল্লামা কায়শগরী হল ও শহীদ ইব্রাহিম হল থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরছে।
রবিবার( ৯ অক্টোবর) হলে থাকা শিক্ষার্থী ফাজিল তৃতীয় বর্ষের মোঃ আবু রায়হান শাওয়ান অসুস্থ হয়ে পরলে থাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ নেওয়া হয়।
এই বিষয় হল সুপার সাথে মুঠো ফোনে কথা হলে। হল সুপার জাহাঙ্গীর আলম খান বলেন,ডেঙ্গু জ্বর যেহেতু পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত।তাই আমরা নিয়মতান্ত্রিক পরিচ্ছন্নতার বাইরে গিয়েও,ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবো।
আর শিক্ষার্থী অসুস্থতার বিষয়টি আমি মাত্র শুনেছি,আমি প্রিন্সিপ্যাল স্যারের সাথে পরামর্শ করে,শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে দ্রুতই সচেতনতা মূলক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে হঠাৎ ডেঙ্গু জ্বর বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ
সাধারণ শিক্ষার্থীদের মাঝে,শিক্ষার্থীরা ধারণা করছেন। হলের নানা জায়গায় নানা ভাবে পরে থাকা ময়লার স্তুপ থেকেই এর উৎপত্তি,এসময়ে নিয়মিত হলের পরিচ্ছন্নতার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষার্থী।
© Deshchitro 2024