শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা রামনগর এলাকায় এ মশাল মিছিল বের করা হয়।

মশাল মিছিলে উপজেলা  বিএনপির সভাপতি  আকবর হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেয়। এসময় নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

ফেনী-নোয়াখালী মহাসড়কে হঠাৎ মশাল মিছিলের কারণে ওই এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।

উল্লেখ্য, রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। তফসিল বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এটি বিএনপির সপ্তম দফার অবরোধ কর্মসূচি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024