|
Date: 2023-11-26 06:26:56 |
পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে নদী থেকে মৃত বাঘের মরদেহ উদ্ধার
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃপশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ষ্টেশনের কাঁচিকাটা টহলফাঁড়ির সদস্যরা সুন্দরবনের নদীতে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন ।
বন বিভাগ কৈখালী ষ্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ জানান, সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় ২৫ নভেম্বর শনিবার বিকাল ৫ টার দিকে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তক বিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ,কে,এম ইকবাল হোসাইন চৌধুরী এ বিষয়ে বলেন, বয়স জনিত কারণে বাঘটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বাঘটির বয়স অনুমান ১৯ থেকে ২০ বছর হতে পারে। বাঘটি মেয়ে বাঘ। তিনি আরও বলেন মৃত বাঘটির ব্যাপারে শ্যামনগর থানায় একটি জিডি করা হয়েছে। পর মৃত বাঘটি বন বিভাগ কলাগাছিয়া ষ্টেশনের সামনে মাটিতে পুঁতে রাখা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন মৃত বাঘের ঘটনায় বন বিভাগ কৈখালী ষ্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ কৃর্তক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ছবি- সংগৃহিত।
© Deshchitro 2024