বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক  শেখ ওয়ালী আসিফ ইনান এর জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দীন অনি।


শনিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন দারুস সুন্নাহ মাদ্রাসায় এর আয়োজন করা হয়।


অনুষ্ঠানে মহিউদ্দিন অনি বলেন, ছাত্রসমাজের অহংকার শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের সর্বদা সুস্থতা কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তিনি যেন সুস্থ থেকে দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয় সেই দোয়া করি সর্বদা। 


এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দেশ জাতির কল্যাণ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শেখ ওয়ালি আসিফ ইনান এর দীর্ঘায়ু ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করা হয় দোয়া অনুষ্ঠান থেকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024