উপমহাদেশে জন্মনিয়েছ তুমি প্রথম, টিকে থাক আজীবন। 

সেই ১৮৪১ এ তোমার সোনালী স্বপ্ন শুরু, গড়েছো কত শিক্ষা গুরু।

ঊনিশ শতকের জীবন শুরু, 

বিরের মতো দাড়িয়ে থাকো, কখনো হও নি তুমি ভীরু।

পারে নি কোন পরাশক্তি তোমাকে দমাতে,

মাথা উচু করে বীরের বেশে এগিয়ে এসেছো একুশ শতকে।

লাখো জ্ঞান পিপাসুর স্পন্দন তুমি, লাখো স্বপ্নের বাতিঘর তুমি, তৈরি করো জ্ঞানী, গুনী,

কবি, গুরু, শিক্ষক, কত শত চাকুরী জীবী।

শত কাটাতারের ব্যাড়া ভেঙ্গে, 

তুমি দাঁড়িয়ে আছ বীরের বেশে।

ব্রিটিশ বিরোধী থেকে, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা,

ঊনসত্তরের গনঅভ্যুত্থান, স্বাধীকার, স্বাধীনতায় গৌরবের মত অংশ আছে তোমার। 

তোমার তরে ঠাই পেয়ে ধন্য হয়েছি, আমি ধন্য, জীবনের শেষ অব্দি, আছি তোমার জন্য।


••••••


লেখক: তামিম হোসেন

শিক্ষার্থী, ঢাকা কলেজ

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024