|
Date: 2023-11-26 11:07:01 |
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কৃষ্ণনগর প্রতিনিধি ও কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল মাজিদের পিতা মোহাম্মদ মনসুর আলী গাজী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।বার্ধক্যজনিত কারণে রবিবার (২৬ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটে তিনি নিজ বাড়ি কালিকাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ৫ পুত্র, ১কন্যা, প্রতিবেশী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্য শোকের ছায়া ছায়া নেমে এসেছে। রবিবার জোহরবাদ মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে সাংবাদিক মাওলানা আব্দুল মাজিদ। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মাওলানা নুরুজ্জামান হাবিবি,সুপার ইদ্রিস আলী,মাওলানা আব্দুস সাত্তার আজাদী, সমাজসেবক কে এম রওশান আলি, মাওলানা জিয়াউর রহমান, সাংবাদিক নেতৃবৃন্দ সহ দৈনিক দৃষ্টিপাত শ্যামনগর ও কালিগঞ্জ অঞ্চলের সাংবাদিকগণ।
© Deshchitro 2024