আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আহম মোস্তফা কামাল । তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী। এর আগে তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ছিলেন।

আজ রবিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের কুমিল্লা ১০ আসনে আহম মোস্তফা কামালের ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে। আর আজ মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বিকেল ৪টায় মনোনীতদের নাম ঘোষণা করেন দলীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024