|
Date: 2023-11-26 15:30:42 |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন ।
মনোনয়ন ঘোষণার পর তার কর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং আনন্দ মিছিল বের করেন ।
তিনি জানান মির্জাপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে পুনরায় এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান।
খান আহমেদ শুভ গত বছর (১৬) জানুয়ারি উপ-নির্বাচনে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
© Deshchitro 2024