২৬ নভেম্বর (রবিবার) বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ টি আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে। নারায়ণগঞ্জ ৫ ও কুষ্টিয়া ২ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হয়নি। দিনের প্রথম ভাগে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী বাছাই করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেন ৩৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪০২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সেই হিসাবে এবার আগেরবারের চেয়ে ৬৬১টি ফরম কম বিক্রি হয়েছে।

জাতীয় নির্বাচনের তফশিল অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

এরই ধারাবাহিকতায় পঞ্চগড় ১ ও ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে যথাক্রমে মোঃ নাইমুজ্জামান মুক্তা ও এ্যাড: নুরুল ইসলাম সুজন মনোনীত হয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024