আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- সদর ও কামারখন্দ ২ আসনে  আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন ড. জান্নাত আরা তালুকদার হেনরী।  এই আসনে ক্ষমতাশীন দলের ১১নেতা এমপি পদে মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন। দলের সভাপতি ও নির্বাচনী বোর্ড সকল প্রার্থীর আবেদন যাচাই বাছাই করে রবিবার বিকেলে সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২  আসনে সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হিসেবে মনোনয়ন দেন বাংলাদেশ আওয়ামীলীগ। 

দলীয় সুত্রে জানা গেছে, যে সমস্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, দলে সময় দিতে পারেনি, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, জনবিচ্ছিন্ন, বিতর্কিত, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তাদের এবার মনোনয়ন দেয়া হয়নি। এবার মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, মেধাবী ও জনবান্ধব নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে।

নৌকায় নব্য মনোনয়ন প্রাপ্ত আ'লীগ নেএী ড. জান্নাত আরা তালুকদার হেনরী  উচ্ছ্বোসিত হয়ে বলেন, আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সহ  আমার সিরাজগঞ্জ ও সদর কানারখন্দ ২ আসনে নির্বাচনে সকল ভোটারদেরকে অভিনন্দন জানাই এবং শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে যেন সক্রিয় ভূমিকা পালন করতে পারি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024