|
Date: 2023-11-27 02:55:07 |
নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারঃ) পারভীন আক্তার এক মতবিনিময় সভা করেছেন। রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দুর্গাপুরের নানামুখি উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি মোহন মিয়া, এসএম রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পারভীন আক্তার বলেন, আমি অল্প সময়ের জন্য উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। আমি যেনো এই উপজেলাবাসীর জন্য নিষ্ঠার সাথে উন্নয়নমুলক কাজ সহ আমার দায়িত্ব পালন করতে পারি তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন।
উল্লেখ্য: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার
© Deshchitro 2024