|
Date: 2023-11-27 03:18:32 |
'দারুত্ তাহযিব মহিলা মাদরাসা'র ১০ম. প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বর্ণাঢ্য ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কুমিল্লা, লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা 'দারুত তাহযীব মহিলা মাদ্রাসা'র দশম বর্ষপূর্তি।
এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মনোমুগ্ধকর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত, আরবি ভাষায় বক্তব্য প্রদান, ইংরেজি ভাষায় কথপোকথন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন, 'দারুত তাহযীব' মহিলা ও 'আল ইসরা' বালক মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. মোজাম্মেল ইবনে মুসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, 'দৈনিক একুশে সংবাদে'র সম্পাদক ও লালমাই প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. 'শাহজাহান মজুমদার', নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা 'হুজ্জাতুল ইসলাম', মনোহরগঞ্জ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা 'জিনাত আলী', বাগমারা উত্তর আ’লীগের সভাপতি 'সামছুল হক মুন্সী', কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক 'এমদাদুল হক মজুমদার' প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা 'মাছুম বিল্লাহ মুহাজির'।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা 'হোসাইন আহমেদ'।
© Deshchitro 2024