দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে  মাগুরার  দুটি  সংসদীয় আসনের মধ্যে একটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। অন্য একটি আসনে সাবেক সংসদ সদস্য রয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন।


মাগুরা -১ (শ্রীপুর -মাগুরা সদর) আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুর জামান শিখর কে পরিবর্তন করে ক্রিকেটার সাকিব আল হাসানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।


এছাড়া জেলার বাকি একঢি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মাগুরা -২( শালিখা - মোহাম্মদপুর) আসনে শ্রী বিরেন শিকদার  দলীয়  প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। শ্রী বিরেন শিকদার এর আগে  মাগুরা দুই  আসন থেকে চার বারের সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024