প্রজাপতি ওড়ে ডানাতে ভর করে
দেখতে দারুণ লাগে
হৃদয়ে সাধ জাগে
প্রজাপতির মতো যাই আকাশে উড়ে।

ডানায় ডানায় রঙ লাগিয়ে যাবো
লাল, নীল হলুদ রঙে
উড়বো নানান ঢঙে
শূণ্য থেকে নির্মল হাওয়া প্রাণটা ভরে খাবো।

গাছে গাছে পাতায় পাতায় দলে দলে থাকবো
ঘুরবো গাছে গাছে
নিবো যারা আছে
সবাই মিলে বন্ধু হয়ে ঐ উড়ন্ত ছবি আঁকবো।

•••••••• 
লেখক: সাঈদুর রহমান লিটন 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024