|
Date: 2023-11-27 06:36:30 |
দেশ তোর আমামা!
মুদ্দাসির বিল্লাহ
দেশ তোরে ভালোবাসি
মিছে মিছে হাসি
মুখে কলঙ্কের কালি বিষাদের বাঁশি!
আমার তরে তবু তুই-ই দামি
সবার চেয়ে নামী;
তোর তোরে ছিনিয়ে নিয়েছে আমার স্বামী।
তাও আমি তোর গলে মুক্ত মালা পরিয়েছি
রুখেছি পাক সেই বাহিনি!
আমার ছেলে তোর বুকে বাজিয়েছে যুদ্ধের দামামা,
তবু দেয়নি তো কবু, দিয়েছে শীর, উচুঁ করে রেখেছে দেশ তোর আমামা!
দেশ আমি তোরে ভালোবাসি
মিছে মিছে হাসি
তবু কেন আমার মুখে কলঙ্কের কালি!
বুকে বিষাদের বাঁশী!
আজ নয় কাল হবে অম্লান, এই সেই চিরচেনা সুর;
আমি সাম্যের গান গেয়ে বেড়াবো আর নয় বেশী দূর!
© Deshchitro 2024