|
Date: 2023-11-27 10:10:25 |
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় প্রাণী বৈচিত্র সংরক্ষন, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বে-সরকারী উন্নয়ন ও গবেষনা সংস্থা "বারসিক" রিসোর্স সেন্টার কলমাকান্দা অফিস কর্তৃক আয়োজিত উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন জিবিসি স্কুল মিয়নায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কবি ও শিক্ষক বকুল হোসেন।
প্রধান আলোচক ছিলেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সৌহার্দ্য দারিং। বিশেষ অতিথি ছিলেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ শামীম, নাজমুল হক, ইউপি সদস্য সুরুজ আলী, আদিবাসী নেত্রী কুমকুম নকরেক, মহাদেব নদী রক্ষা কমিটির সভাপতি লুয়ের নংমিন, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, পরিমল রেমা, মার্সেল মানকিন, লক্ষী হাজং শহিদুল ইসলাম, বাবুল নাফাক, সারোয়ার হোসেন প্রমুখ।
সংলাপ সঞ্চালনায় ছিলেন, বারসিক কলমাকান্দা রিসোর্স সেন্টারের সমন্বয়কারী গুঞ্জণ রেমা।
© Deshchitro 2024