টেকনাফের নাজিরপাড়া সীমান্ত থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার


বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মহিউদ্দিন আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৭ নভেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবার এই চালান জব্দ করেছে। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করতে সক্ষম হয়নি।



বিজিবি সূত্রে জানা যায় যে, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের সীমানা নাফ নদীর আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।


আনুমানিক ভোররাত পৌনে ৫টার দিকে টহলদল ০৩ জন ব্যক্তিকে লুঙ্গি দিয়ে মোড়ানো ৩টি থলে কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে আনুমানিক ১.২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে আলুগোলা এলাকার দিকে আসতে দেখে।



উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। এসময় তাদের কাঁধে থাকা ৩টি থলে মাটিতে পড়ে যায়।


পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো থলে হতে ০৩টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে।


উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ০৬০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024