|
Date: 2023-11-28 10:42:49 |
বাংলাদেশের সিনেমা হল মালিকদের সংগঠন "বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি" এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের সন্তান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজগঞ্জের সিনেমা হল রুটস সিনে ক্লাবের স্বত্বাধিকারী সামিনা ইসলাম নীলা।
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করে তাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্রের সুদিন ফিরে এসেছে এবং চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। সিনেমা হলের সংখ্যা ৬০ থেকে এখন সিনেপ্লেক্সসহ ২শতে দাঁড়িয়েছে। আরও অনেকগুলো সিনেমা হল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বহুজন সিনেপ্লেক্স করার জন্য উদ্যোগ নিচ্ছে, চিন্তাভাবনা করছে, পরিকল্পনা করছে। চলচ্চিত্র হল মালিকরা এ বিষয়ে আরও এগিয়ে আসবেন এ আমার প্রত্যাশা।’
চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, নবনির্বাচিত সহসভাপতি আমীর হামজা, সহসম্পাদকদ্বয় ফারুক আহম্মদ ও সামিনা ইসলাম নীলা, আইন সম্পাদক আব্দুল মতিন প্রধান এবং সদস্যদের মধ্যে মো. ঈশা খান, মো. বিল্লাল হোসেন, মো. চাঁন মিয়া, মীর্জা আব্দুল খালেক, ডা. আতিকুর রহমান প্রমুখ সভায় যোগ দেন।
এ বিষয়ে নীলা জানান, বাংলাদেশের একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তিনি গর্বিত। সেই সাথে তিনি বলেন, তার প্রতিষ্ঠান সিরাজগঞ্জের একমাত্র সিনেমা হল 'রুটস সিনেক্লাব' এর মাধ্যমে সিরাজগঞ্জের বিনোদন প্রেমী মানুষের মাঝে সুষ্ঠ বিনোদন পৌছে দেয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তার এই নতুন দায়িত্ব গ্রহণে সকলের ভালবাসায় কৃতজ্ঞতা জানান তিনি।
© Deshchitro 2024