|
Date: 2023-11-28 10:59:57 |
দ্বাদশ নির্বাচনের জন্য এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে বর্তমান বিরোধীদল জাতীয় পার্টি। নীলফামারী-১ আসনে জাপার দলীয় মনোনয়ন নিয়ে লাঙ্গলের কাণ্ডারী হলেন লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মোঃ তছলিম উদ্দিন।
সোমবার (২৭শে নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে তছলিম উদ্দিনকে নীলফামারী-১ আসনে মনোনীত করা হয়।
মনোনয়নপ্রাপ্ত তছলিম উদ্দিন ডিমলা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
© Deshchitro 2024