হবিগঞ্জে মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের গান গেয়ে ফুল দিয়ে বরণ করা হলো নবীন শিক্ষার্থীদের।  ২০২৩-২৪ অর্থ বছরের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রবীণরা বরণ করে নেয়।  মঙ্গলবার (২৮ নভেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।  মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন।  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি দেবী চন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান,  উপজেলা নির্বাচন নির্বাহী  অফিসার মোঃ মনিরুজ্জামান,।  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সহকারী কমিশনার বায়েজিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, অভিভাবক সদস্য সাইফুল আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, সৈয়দ ফাতিম মাহমুদ , এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজে জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান।  এ কলেজে এইচ.এস.সি পাসের হার 96.75%  পাশ করেছে।  এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023